শৌভিক স্মরণে রক্তদান শিবির হাওড়ায়
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় শৌভিক স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হল হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশনের বাগনান-১ ব্লক কমিটির আয়োজনে। পনের জন মহিলা সহ পঞ্চাশ জন রক্তদান করেন বলে জানান বিপ্লব মল্লিক। এ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্প নিবেদন, নিরবতা পালন, ডাক্তার নর্মান বেথুনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, অতিথি বরণ,উদ্বোধনী সঙ্গীত পরিবেশন ও শৌভিক স্মরণে ও রক্তদান শিবির সম্পর্কে আলোচনা করা হয়। এ্যাসোসিয়েশনের রাজ্য, জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব সহ কর্মীদের উৎসাহ ছিল দেখার মতো।




















