Banner Top

শুরু হল মধ্যমগ্রামে মেলার মরসুম

                                                                  দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, প্রিয়া মুখোপাধ্যায়ঃ  প্রতিবছর শীত আসতেই মধ্যমগ্রামে শুরু হয় একের পর এক মেলা। প্রতিটা মেলা চেটেপুটে উপভোগ করে মধ্যমগ্রামবাসী। মেলাতে তাদের উপস্থিতি প্রমাণ করে তা। এ বছরও মধ্যমগ্রামে শুরু হয়ে গেছে মেলার মরসুম। প্রতি বছরের মতো এ বছরও শীত আসার মুখে রাসের সময় শুরু হয় রাসের মেলা। এদিকে নভেম্বরের শেষে শুরু খাদিমেলা। প্রতিবছরই এরপরেও একে একে থাকে বই মেলা, বিজ্ঞান বিষয়ক মেলা সহ নানা মেলা। ২৩ শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম দিনে শুরু হয় সুভাষমেলা। বেশিরভাগ মেলা গুলোই হয় মধ্যমগ্রাম সুভাষ ময়দানে । প্রতিবছরই মেলাগুলোতে ঢল নামে জনগনের। এ বছরও রাসের মেলা শুরুর পর যথারীতি জনজোয়ার দেখা গেছে মেলাতে। ২৯ নভেম্বর খাদি মেলার শুরু। চলবে সপ্তাহের অধিক। এক মধ্যমগ্রামবাসী নীতা দাস এসেছিলেন এ বছর রাসের মেলাতে। জানালেন, শীতের শুরু থেকেই একের পর এক মেলা শুরু হয়ে যায় মধ্যমগ্রামে। আগের থেকে ক্রমে মেলার সংখ্যা বাড়ছে। সব মেলাতে সবাই গেলেও, প্রতিটা মেলারই নিজেস্ব কিছু দর্শক থাকে। যেমন বিজ্ঞান সংক্রান্ত মেলা ও বইমেলাতে শিশু, কিশোরদের আগ্রহ বেশী থাকে। তবে সবচেয়ে সবার কাছে জনপ্রিয় রাসের মেলা আর সুভাষমেলা। রাসের মেলাতে কমদামে নানান দরকারি জিনিস মেলে। ভিড়ও উপচে পড়ে এই মেলাতে। সুভাষমেলাতে অতটা সস্তাতে জিনিসপত্র না মিললেও বেশ পছন্দসই অনেক কিছুই পাওয়া যায় মেলাতে। তাই প্রচুর ভিড় হয়। তবে কারন যাই হোক প্রতিটা মেলাই যে মধ্যমগ্রামবাসীর খুব প্রিয় তার প্রমান মেলে মেলা গুলোতে তাদের উপস্থিতি।
শুরু হল মধ্যমগ্রামে মেলার মরসুম
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment