Banner Top

শিশুর মহানুভবতায় হারানো আই ফোন ফেরত

         দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বর্তমান পরিস্থিতিতে শিশুরা মোবাইল ফোন পেলে যেন স্বর্গ হাতে পায়। তারা কোনোমতেই ফোন হাতছাড়া করতে চায় না। কিন্তু একটি দামী আইফোন কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দেয় এক শিশু। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার দত্তপাড়া এলাকায় এমন নজিরবিহীন মহানুভবতার ঘটনায় আনন্দিত সকলে। 

বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিক মন্ডলের পুত্র, বনগাঁ হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র মহম্মদ তৌসিফ মন্ডল৷ এদিন দত্তপাড়া এলাকায় টিউশন পড়তে গিয়েছিল সে। পড়া শেষে বেলা বারোটা নাগাদ তৌসিফ তার বাবার সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। দত্তপাড়া এলাকায় চলমান একটি টোটো থেকে আচমকাই একটি মোবাইল পড়ে যেতে দেখে সে৷ তড়িঘড়ি সাইকেল থেকে নেমে সে মোবাইলটি কুড়িয়ে নেয়। এরপর টোটোর পিছনে দৌড়াতে শুরু করে ফোনের মালিককে ফোনটি ফেরত দেবার জন্য৷ রাস্তায় চলমান বহু টোটোর ভীড়ে মোবাইল মালিকের টোটো-টিকে হাড়িয়ে ফেলে সে। তাই সেই শিশুপুত্রটি তার বাবাকে নিয়ে সটান পৌঁছে যায় বনগাঁ সাইবার ক্রাইম থানায়৷ সেখানে সে কুড়িয়ে পাওয়া অ্যাপেল কোম্পানির আই ফোনটি জমা দেয়। অন্যদিকে ফোন না পেয়ে ও-ই ফোনে কল করে ফোনের মালিক ঠাকুরনগরের বাসিন্দা দীপঙ্কর মন্ডল। পুলিশ মারফত ফোনের হদিস পেয়ে দীপঙ্করবাবু বনগাঁ সাইবার ক্রাইম থানায় পৌঁছায়। সেখানে মালিকের হাতে ফোনটি তুলে দেয় পঞ্চম শ্রেণীর ওই ছাত্র৷ হারিয়ে যাওয়া আইফোন ওই শিশুর হাত থেকে ফেরত পেয়ে খুশি হয় মোবাইলের মালিক। তিনি বলেন, ঠাকুরনগর থেকে তিনি মতিগঞ্জে গিয়েছিলে মেয়ে-বউকে আনতে। মেয়েকে কোলে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ফোনটা তার পকেটে ছিল, কোন সময় সেটি পড়ে গিয়েছে খেয়াল নেই। পরে ওই ছোট্ট শিশুর মহানুভবতাপূর্ণ হাত থেকে সেটা ফেরত পেয়ে আশীর্বাদ করেন শিশুটিকে। শিশুটির ওইরূপ কাজের জন্য সাইবার ক্রাইম থানার আধিকারিক সুদীপ্ত রায় তাকে পুরস্কৃতও করেন বলে জানায় শিশুটির পিতা।

শিশুর মহানুভবতায় হারানো আই ফোন ফেরত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment