শিশুদের প্রশিক্ষণ কল্যাণীতে
দাবদাহ লাইভ, কল্যাণী, শ্যামল কর ও মীর জাহাঙ্গির হোসেনঃ সম্প্রতি নদিয়া জেলার কল্যাণী সীমান্তে আলফা স্কোয়াড বানতোয়া শিশুদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। ছোট ছোট শিশুদের শারীরিক শিক্ষা ও শরীরচর্চার সঙ্গে লেখাপড়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা। আর এইরকমই এক চমৎকার পিকচার সার্জন এর শিশুদের মিলিত করে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন নদীয়ার কল্যাণী সীমান্তের বাসিন্দা সঞ্চিতা দাস। তিনি আলফা স্কোয়াড বানতোয়ার শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত। নিজের পড়াশোনা কমপ্লিট করে এই সংগঠনের সঙ্গে বছর দেড়েক যুক্ত হয়েছেন বলে জানা যায়। এবং প্রশিক্ষিকার ভূমিকা পালন করেছেন। শিশুদের গড়ে তোলার ক্ষেত্রে একটি পরীক্ষামূলক ব্যবস্থার ও আয়োজন করা হয়েছিল নদীয়া কল্যাণী সীমান্তের মাঝেরচর এলাকায় বিবেকানন্দ শিশু শিক্ষা বিদ্যাভবনে। সব দিক থেকে উদ্যোগী ছিলেন সঞ্চিতা। মূলত তারই উদ্যোগে এই বিশেষ ক্যাম্পের আয়োজন। অনুষ্ঠানটি সম্পূর্ণ রূপে গাইড দিয়েছিলেন আমন শেঠ এবং সুজয় মাহাতো সহ অন্যান্যরা। অধিকর্তা বিশাল রাই জানান, আগামী ২৬ শে জানুয়ারী ২০২৪ তিনি তার বাৎসরিক অনুষ্ঠান করতে চলেছেন টিটাগড় গোবিন্দ চ্যাটার্জী রোডে কোহিনুর মাঠে। তিনি সকলকে আমন্ত্রণ জানান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে। সন্ধ্যায় এক বিশাল বণ্যার্ঢ শোভাযাত্রার আয়োজন। (মীর জাহাঙ্গীর হোসেনের সঙ্গে শ্যামল কর এর রিপোর্ট নিউজ দাবদাহ লাইভ)













