শিশির মঞ্চে নাট্য উৎসবে সম্মানিত আশীষ মজুমদার
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, শিশির মঞ্চে ক্যালকাটা কোরাস থিয়েটার তাদের দুইদিন ব্যাপী নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত করলো। এইবছর থেকে তারা তাদের প্রয়াত সভাপতি পূর্ণেন্দু ঘোষাল-এর নামাঙ্কিত একটি সম্মান প্রদান শুরু করলো। প্রথম বছরে তারা সম্মানিত করলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশীষ মজুমদারকে। পরবর্তী সময়ে দুটি স্বল্পদৈর্ঘ্যের নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটকটি মোহিত চট্টোপাধ্যায় এর “ভাইরাস”। শুভ্রজিৎ লাহিড়ীর নির্দেশনায় টেলিভিশন এর বদ প্রভাব সম্পর্কিত এই নাটক ভাবনার খোরাক দেয়। অশোক বন্দ্যোপাধ্যায়, রাণা চ্যাটার্জী, নবাঙ্কিতা ঘোষ ও রেশমি দাসদেব এর অভিনয় যথাযথ। ঐ সন্ধ্যার দ্বিতীয় নিবেদন ছিল আশীষ সরকার রচিত, সুদীপ্ত গোস্বামী নির্দেশিত “সওদা”। দারিদ্রের কারণে এখনও এদেশে মানুষ কেনাবেচা হয়, আর এই কাজ হয় রাষ্ট্র ও প্রশাসনের একাংশের পরোক্ষ মদতে। নিঃসন্দেহে চমকপ্রদ ও সাহসী প্রযোজনা। কুহেলী দাস , গৌরব সেন, সুমন চক্রবর্তী র অভিনয় বেশ ভালো। সিদ্ধার্থ বিশ্বাস এর নেপথ্যভাষ্যে মঞ্চে কণা মোদক এর মুকাভিনয় এই নাটকের অভিনব অভিক্ষেপ। নাটকটি দর্শকদের মধ্যে বিশেষ ভাবনার সূচনা ঘটিয়েছে। এদিনের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌসুমি রায়। নাট্যোৎসবের দ্বিতীয় দিনে সরস্বতী ভবন মঞ্চে অনুষ্ঠিত হল আলোচনা সভা। ” মঞ্চ উপকরণ, আলো ও অভিনেতা ” শীর্ষক আলোচনাসভায় বক্তা রূপে ছিলেন সুদীপ্ত গোস্বামী, অঞ্জনা ঘোষ ও শুভ্রজিৎ লাহিড়ী।








