শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির আশ্রমপাড়াতে জগধাত্রী পূজো ২৪বছর এর শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি মানিক দে এবং শ্রাবনী দত্ত, কাউন্সিলার যতন সাহা, পূজো কমিটির সভাপতি রাজু দাস। ফিতে কেটে পূজোর উদ্বোধন করলেন মেয়র এবং ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদেরা। মেয়র জানালেন শিলিগুড়িতে জগধাত্রী পূজো এখন অনেকগুলি হয় তাদের মধ্যে অন্যতম সেরা এই পূজো। তাই এই পূজোতে উপস্থিত থাকতে ভালো লাগে আমার। সামনের বছরও আমি আসব এখানে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই পূজোর ভূয়সী প্রশংশা করে জানান একেকদিন একেক রঙে এই পূজোর অনুষ্ঠান হয়। তাই আমিও পছন্দ করি এই পূজা। এম এম আই সি এবং স্থানীয় কাউন্সিলার শ্রাবনী দত্ত জানান জগধাত্রী পূজোর ব্যাপারটাই আলাদা। তাছাড়া এই পূজোতে ওয়ার্ডের সব মানুষ উপস্থিত থাকেন এটাই বা কম কিসের।








