শিলিগুড়ি শহর সিসিটিভি ক্যামেরায় মোড়া
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি শহরকে পরিকল্পিত নিরাপত্তা বলয়ের মধ্যে ঢাকতে শহর জুড়ে সিসি টিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। আজ শিলিগুড়ির পুর নিগমের সভাকক্ষে এয়ারটেল সংস্থার কর্তৃপক্ষের সাথে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব এবং এম আই সি এবং অন্যান্য কাউন্সিলাররা। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিলিগুড়ি, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সহ শিলিগুড়ি পুর নিগমের সংশ্লিষ্ট আধিকারিকবৃন্দ। মেয়র জানান এটা নতুন কিছু নয়, শহরে অপরাধ বাড়ছে আর এই অপরাধীদের চিহ্নিত করতে প্রয়োজন সিসি টিভির। তাহলে পুলিশ এবং অন্যান্য তদন্তকারীদের অনেকটাই সুবিধা হবে। আমি চেষ্টা করব যাতে গোটা শিলিগুড়ির সব ওয়ার্ডেই এই সিসি টিভির ব্যাবস্থা করতে পারা যায়। একবার যদি এই সিসি টিভির পরিসেবা চালু করা হয় তবে শিলিগুড়িতে নিশ্চিতরূপে অনেক অপরাধ কমে যাবে। তিনি আরো জানান ১৩নং ওয়ার্ডে এই পরিষেবা শুরু করার পর ওই ওয়ার্ডে অপরাধ কিংবা কোন রকমের চুরি ডাকাতি একেবারেই নেই। তাই এবারে গোটা শিলিগুড়িতেই সিসি টিভি লাগানো হবে বলে মেয়র জানালেন।








