শিলিগুড়ি লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে পানীয় জল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ লায়ন্স ক্লাব শিলিগুড়ির উদ্যেগে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হল। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং জেলাশাসক এস পানবালম এই প্রকল্পের উদ্বোধন করলেন। এই ঠাণ্ডা পানীয় জল আপাতত এই ইষ্কুলের ছাত্রছাত্রীরাই পাবেন। লায়ন্স ক্লাব শিলিগুড়ির ডিরেক্টর এবং গর্ভনিং বোর্ড অফ আডমিনিষ্ট্রেটারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ সকালে এই প্রকল্পের উদ্ধোধন করে ইষ্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ঠান্ডা জল বিতরন করেন লায়ন্স ক্লাবের সকল সদস্যরা। জানা গেছে এবার থেকে শিলিগুড়ি শহরের প্রতিটি ইষ্কুল সে বাংলা মাধ্যম হোক কিংবা ইংরেজী পানীয় জলের ব্যবস্থা করাই থাকবে। শুধুমাত্র তাই নয় পথচারী যারা ইষ্কুলের পাশ দিয়ে যান তারাও পানীয় জল খাবার জন্য ইষ্কুল ক্যাম্পাসে ঢুকে যেতে পারবেন। আগামী এক বছরের মধ্যে শিলিগুড়ির পঞ্চাশ শতাংশ ইষ্কুলে লায়ন্স ক্লাবের তরফ থেকে পৌছে দেওয়া হবে পানীয় জল। এই পানীয় জলের জন্য যে খরচ হবে শুরু থেকে শেষ পযর্ন্ত তার খরচ করবে লায়ন ক্লাব শিলিগুড়ি। ইষ্কুলের ছাত্রছাত্রীদের জল নিয়ে আসা এক সমস্যা, কিংবা তারা সারাদিনের জন্য প্রয়োজনীয় জল আনতে পারেন না।তাদের কথা ভেবেই এই চিন্তা করে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে বলে জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ।








