শিলিগুড়ি বিধায়কের মন কি বাত চালু
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়িতে আজ থেকে শুরু হল “মন কি বাত”। শুরু করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শিলিগুড়ির 16নং ওয়ার্ডে বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুকরনে শুনলেন এলাকার বাসিন্দাদের মনের কথা। তার কাছ থেকে বহু মুল্যবান পরামর্শও নিলেন বাসিন্দারা। সঙ্গে ছিলেন বিজেপীর অঞ্চল সভাপতি রাজেন্দ্র আগরওয়াল। শঙ্কর ঘোষ জানালেন আমাদের লক্ষ শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার মানুষের মধ্যে শান্তি ফেরানো। আর উত্তরবঙ্গের ছেলেমেয়েদের কাছে একেবারেই কাজ নেই। তাদের কাজের সন্ধ্যান করে দেবে বিজেপী। যেটা তৃণমূল এই এগারো বছরেও করে উঠতে পারে নি। এদিন শঙ্কর ঘোষের সাথে উপস্থিত ছিলেন বিজেপীর সদস্য এবং সমর্থকেরাও। বিধায়ক জানালেন প্রধানমন্ত্রীকে দেখে উৎসাহীত হয়েছেন তিনি। তাই আর দেরী না করে শুরু করে দিলাম বলে জানালেন তিনি। সকালে প্রায় আড়াই ঘন্টা ধরে বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা শোনেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আবার একমাস পরে এই ওয়ার্ডে আসবেন বলে আশ্বাস দিলেন।








