শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে আবারো দুর্ঘটনা। সূত্রে খবর দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায়। উল্লেখ্য, রবিবার ভোররাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই জন চালক। দুমড়ে মুছড়ে যায় গাড়ি, তার মধ্য আটকে পড়েন এক গাড়ির চালক। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সহ ফুলবাড়ি ট্রাফিক আউট পোস্টের পুলিশ কর্মীরা। গাড়ির ভিতর আটকে থাকা চালককে অনেকক্ষন চেষ্টা করবার পর উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুইজন ট্রাক চালকের নাম সুনীল সাহা, বিনোদ সিং। সুনীল সাহার বাড়ি মালদার গাজলে বলে জানা গেছে, বয়স ৫০ বছর। আরেকটি গাড়ি চালকের নাম বিনোদ সিং বয়স ৩৫। ওই ব্যক্তি জলপাইগুড়ি জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানিয়েছেন ফুলবাড়ী থেকে জটিয়াকালি পর্যন্ত একমুখী রাস্তা, যার কারণে প্রায় দুর্ঘটনার গুলি ঘটে। এই বিষয়ে জানা গেছে একটি গাড়ি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির অভিমুখে যাচ্ছিল। আরেকটি গাড়ি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে আসছিল। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।









