শিলিগুড়ির গর্ব ক্রিকেটার রিচা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রিচা ঘোষের মা স্বপ্না ঘোষকে অভিনন্দন জানিয়ে আসলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ সঙ্গে ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বাড়িতে ছিলেন রিচা ঘোষের মা স্বপ্না ঘোষ। পাপিয়া ঘোষ স্বপ্না ঘোষকে জানান রিচার এই সাফল্য শিলিগুড়িবাসীকে উজ্জিবিত করেছে। রিচা শুধুমাত্র শিলিগুড়িরই নয় বাংলা তথা ভারতের গর্ব। স্বপ্নাদেবীকে পাপিয়া ঘোষ জানান ভবিষ্যতে যেকোন প্রয়োজনে তৃণমূল কংগ্রেস দল রিচাদের পরিবারের সাথে থাকবে। জেলা সভাপতিকে কাছে পেয়ে আনন্দ ধরে রাখতে পারেন নি রিচা ঘোষের মা স্বপ্না ঘোষ। জেলা সভাপতিকে তিনি জানান রিচার ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ। ছোটবেলা থেকেই শচীন তেন্ডুলকারের ভক্ত রিচা। ভালোবাসে সৌরভ গাঙ্গুলীকে ও ভালবাসে এবি ডিভেইলার্সের খেলাও। রিচা যে অষ্ট্রেলিয়া এবং ইংল্যাণ্ডে খেলছে সেটা শুধুমাত্র রিচার ক্রিকেটের প্রতি আগ্রহের জন্যই। রিচা বরাবরই উইকেট কিপিং করতে ভালোবাসে। আডাম গিলক্রিস্ট ওর আদর্শ জানালেন রিচার মা স্বপ্না ঘোষ। পাপিয়া ঘোষকে রিচার মা এও জানান রিচার বাবা যেহেতু একজন ক্রিকেটার সেহেতু রিচাও চাইত ব্যাট হাতে নিয়ে মাঠে নামতে। আজ রিচার সেই আশা পূরন হয়েছে বলে জানালেন রিচার মা স্বপ্না ঘোষ। এদিন রিচার মা স্বপ্না ঘোষ জানান রিচা নিজেই নিজের ব্যাট এবং কিটস গুছায় সবসময় কাউকে হাত দিতে দিত না। পাপিয়া ঘোষ জানান ভবিষ্যতে যেকোন প্রয়োজনে তিনি রিচার পাশে থাকবেন। রিচার যেকোন দরকারে তিনি রিচার পাশে আছেন এও জানিয়ে দেন জেলা সভাপতি। তিনি বলেন শিলিগুড়িকে গর্বিত করেছে রিচা আর আমরা ওর পাশে থাকবো যেকোন প্রয়োজনে। উল্লেখ্য বাংলা থেকে আরও দু’জন এই বিশ্ব কাপে খেলেছেন।








