শিলিগুড়িকে আধুনিক ও অন্যতম শহরে পরিণত করতে বৈঠক
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি শহরের সামগ্রিক উন্নয়ন ও প্রথম শ্রেণীর শহরগুলির মধ্যে অন্যতম হিসাবে গড়ে তুলতে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এস জে ডি এর সভাকক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি এস জে ডি এ, মেয়র পারিষদ বৃন্দ, বোর্ড মেম্বার এস জে ডি এ, জেলা শাসক দার্জিলিং, পুলিশ কমিশনার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি পুর কমিশনার সহ বাস্তুকার বৃন্দ। এদিন মেয়র এবং চেয়ারম্যান দুজনেই জানান শিলিগুড়িকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। আগামী ৫বছরের মধ্যে শিলিগুড়ি ভারতবর্ষের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিনত হবে। শিলিগুড়ি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর। চারিদিক থেকে শিলিগুড়িতে মানুষ আসছেন। তাই শিলিগুড়ির উন্নয়ন প্রয়োজন। শিলিগুড়িতে আধুনিকতার প্রয়োজন।








