Banner Top

ডিসিএম নেতৃত্বে  এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান

                                               দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  রেলের যাত্রী সাধারণ নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে টিকিট কেটে ট্রেনে যাত্রা করে কিনা তা নিশ্চিত করতে, শনিবার এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। রেল সূত্রে জানা যায়, শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের জসরাম মীনার তত্ত্বাবধানে শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ লোকাল ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালায়। অভিযান চালিয়ে ‘বিনা টিকিটে ভ্রমণ দন্ডনীয় অপরাধ’ জেনেও টিকিট না কেটে ‘অবৈধভাবে ভ্রমণ করার অপরাধে’ বেশ কিছু যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীও ছিল। নির্দিষ্ট ওই যাত্রীদের থেকে স্বাভাবিকভাবে জরিমানা পুনরুদ্ধার করার পর, এদিনের পরিদর্শন একটি সহানুভূতিশীল এবং শিক্ষামূলক মোড় নেয়। বিনা টিকিটে ভ্রমণকারীদের মধ্যে যুবকদের উপস্থিতি বেশি ছিল বলেই জানা যায়। এরপর সিনিয়র ডিসিএম ব্যক্তিগতভাবে ওই শিক্ষার্থীদের সাথে একটি কাউন্সেলিং সেশনে নিযুক্ত হন। সেখানে তিনি সততা এবং নাগরিক কর্তব্যের গুরুত্ব তুলে ধরে জানান যে, “ছাত্ররা জাতির ভবিষ্যত।” যুবকদেরকে রেলের নিয়ম অনুসরণ করে নেতৃত্ব দিতে উৎসাহিত করেন এবং তাঁদের মনে করিয়ে দেন যে, একটি বৈধ টিকিট কেনার মতো ছোট ও সৎ কাজ দিয়ে একজন “ভাল নাগরিক” হওয়া শুরু হয়।  পাশাপাশি রেলের তরফে উচ্চ মানের পরিষেবা পেতে টিকিট কেটে ট্রেনে চড়া কতটা গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দেন এদিন তিনি।

পূর্ব রেলের সময়সূচী পরিবর্তন

পূর্ব রেলের সময়সূচী পরিবর্তন

পূর্ব রেলের সময়সূচী পরিবর্তন

                                                   ট্রেনের পথ অপ্টিমাইজেশনের মাধ্যমে যাত্রার সময় কমাতে ও যাত্রী পরিষেবায় গতি ফেরাতে পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বর্ষের ১ তারিখ থেকেই নতুন সময়সূচি কার্যকর করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল সূত্রে জানা যায়, এই নতুন টাইম টেবিল এর মূল উদ্দেশ্য সঠিক সময়ে ট্রেন চালানো। শুধু সময় পরিবর্তন নয়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রা পথও বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে ৬ জোড়া হাওড়া-আরামবাগ-হাওড়া ইএমইউ লোকাল ৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬ গোঘাট পর্যন্ত চলবে। এছাড়াও দুই জোড়া হাওড়া-তারকেশ্বর-হাওড়া ইএমইউ লোকাল ৩৭৩৪১, ৩৭৩৫৪ এবার থামবে গোঘাটে। চার জোড়া তারকেশ্বর-আরামবাগ-তারকেশ্বর ইএমইউ লোকালের যাত্রা ৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬ গোঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও নতুন বছর থেকে একটি শিয়ালদহ-রানাঘাট ইএমইউ লোকাল ৩১৬৩৫ শান্তিপুর পর্যন্ত চলবে। ৩০১১৩ বি.বি.ডি.বাগ-ব্যারাকপুর ইএমইউ লোকালের যাত্রা কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ ইএমইউ লোকালও কল্যাণী পর্যন্ত চলবে। এছাড়াও দুটি বর্ধমান-তিনপাহাড় মেমু ট্রেনের যাত্রা ৬৩০৬৩, ৬৩০৬৪ সাহেবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।এছাড়াও ছয়টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে। সেগুলি যথাক্রমে ৩৩৩১৮ ও ৩৩৩২১ হাসনাবাদ-বারাসাত-হাসনাবাদ ইএমইউ লোকাল পূর্বে সপ্তাহে ছয় দিন চলত। নতুন টাইম টেবিল অনুযায়ী এই দুটি ট্রেন এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে ৩১২২৩ ও ৩১২৪২ শিয়ালদহ-ব্যারাকপুর-শিয়ালদহ ইএমইউ লোকাল ও ৩০১১৬, ৩০১১৩ ব্যারাকপুর-বি.বি.ডি. বাগ ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে। পূর্ব রেল আরও জানিয়েছে, মোট ৪৫ টি মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়াও ২০৩ টি ইএমইউ, মেমু, ডেমু, প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচীতে সংশোধন আনা হয়েছে। ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণের ফলে এখন থেকে যাত্রীরা আগের তুলনায় অনেক দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে। এতে অপারেশন ফ্লেক্সিবিলিটি বাড়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।

সিনিয়র ডিসিএম এর তত্ত্বাবধানে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান
User Review
95% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment