শিক্ষিকা ও ক্রিকেট খেলোয়াড়কে সংবর্ধনা মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলায় মধ্যমগ্রাম সোসাইটি ফর রেসপন্সিবিলিটি সারা বছর মানুষের পাশে থেকে মানুষের কাজ করে; সেই সংস্থার পক্ষ থেকে বাংলা ক্রিকেট জগতের নক্ষত্র প্রসেনজিৎ ব্যানার্জি এবং শ্যামাচরণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্ণা ব্যানার্জিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বাংলা ক্রিকেটে প্রসেনজিৎ ব্যানার্জির অবদান আমরা সকলেই অবহিত, তার জন্যই সংস্থার এই উদ্যোগ। সেই সাথে শ্যামাচরণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে যে উচ্চতায় অপর্ণা ব্যানার্জি পৌঁছে দিয়েছেন। সেই সাফল্যকে কুর্নিশ জানাতেই সংস্থা অপর্ণা ব্যানার্জিকে সংবর্ধিত করে। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সমীর চৌধুরী এবং সদস্যগণ। মধ্যমগ্রাম সোসাইটি ফর রেসপন্সিবিলিটির কর্ণধার সমীর চৌধুরী বলেন এই সংবর্ধনা দিতে পেরে আমরা খুব গর্বিত। সংস্থার আগামী কর্মসূচি গুলিতে প্রসেনজিৎ ব্যানার্জি এবং অপর্ণা ব্যানার্জিকে পাশে পেতে চান কর্ণধার সমীর চৌধুরী। প্রসেনজিৎ ব্যানার্জি এবং অপর্ণা ব্যানার্জি সংস্থার পাশে থাকবার আশ্বাস দিয়েছেন।

















