শিক্ষক কক্ষে শিক্ষকমন্ডলী আটকে বিক্ষোভ দেগঙ্গায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মাইনরিটি স্কলারশিপ থেকে বিপুল সংখ্যক পড়ুয়া বঞ্চিত হওয়ায় স্কুলের শিক্ষক কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেগঙ্গার চক কলাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েত এলাকায় অবস্থিত চক কলাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ২৬৩ জন পড়ুয়া মাইনরিটি স্কলারশিপ পাওয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে তাদের অভিভাবকেরা স্কুলের শিক্ষক কক্ষে শিক্ষকমন্ডলীদের আটকে রীতিমতো দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের ভুলের কারনে স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছে ওই পড়ুয়ারা। অবিলম্বে বঞ্চিত পড়ুয়াদের মাইনরিটি স্কলারশিপের ব্যবস্থা করুক স্কুল কর্তৃপক্ষ, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। প্রায় দু’ঘণ্টা শিক্ষক কক্ষে শিক্ষকমন্ডলীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের অভিযোগ বিডিও দপ্তরের ভুলের কারনে পড়ুয়ারা ওইরূপ সমস্যার সম্মুখীন হয়েছে। ওই ঘটনার জেরে এদিন স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিভাবক ও শিক্ষকমন্ডলীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।









