লরির ধাক্কায় সুইগি কর্মীর মৃত্যু
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে সুইগি কর্মী কুড়ি বছর বয়সী গারুলিয়া এস এস জুট মিল নোয়াপাড়ার বাসিন্দা আমান চৌধুরী ১৫ নম্বর গেটে ব্রিজের নীচে এক লরির চাকায় মৃত্যু ঘটে। আমন সাইকেল করে যাচ্ছিল। ঘাতক গাড়িটি শ্যামনগর চৌরঙ্গী মোড়ে এসে ধরা পড়ে।
লরির ধাক্কায় সুইগি কর্মীর মৃত্যু
0%













