Banner Top

লটারিতে কোটি টাকা পুরস্কার শিলিগুড়িতে   

ল্টারী শিলিগুড়ি

লটারিতে কোটি টাকা পুরস্কার শিলিগুড়িতে

  দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  ঈশ্বরের ভাগ্য বদলে দিলেন স্বয়ং ঈশ্বর। ১২০ টাকায় কোটিপতি। ১২০ টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি শিলিগুড়ির ঈশ্বর। মানুষের ভাগ্য যে এভাবে বদলে যেতে পারে, তা ঈশ্বরকে না দেখলে হয়ত বুঝতেই পারবেন না। নামেও ঈশ্বর, আর তাঁর ঝুলিতেও যেন নামের মতোই কৃপা বর্ষণ করেছেন স্বয়ং ঈশ্বর। ভাগ্যের চাকা ঘোরার আশায় মাঝে মধ্যে লটারির টিকিট কাটতেন ঈশ্বর। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের সমরনগর এলাকার রংমিস্ত্রী ঈশ্বর সরকার৷ এই খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে ওঠেন প্রতিবেশিরা। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার ভাগ্য পরীক্ষা করেছিলেন তিনি। তারপরে একটা কাজের ডাক পেয়ে যাওয়াতে তিনি কাজে চলে যান। তিনি তারপরে প্রধান নগর থানাতে গিয়ে সবকিছু নথিভুক্ত করেন। ঈশ্বর জানান আমার নাম ঈশ্বর আর ভগবান আমাকে আর্শীবাদ করেছেন। তিনি জানালেন আগের মতই তিনি কাজ পেয়ে যাবেন। আর যেটাকা তিনি পেয়েছেন সেটা তিনি খরচ করবেন তার পরিবারের জন্য। কারন তার পরিবার অনেক বড়। তাই তিনি সবার জন্য টাকা খরচ করতে চান।

লটারিতে কোটি টাকা পুরস্কার শিলিগুড়িতে
User Review
85.5% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment