রোগীর পরিষেবার উন্নতিতে মেয়রের বৈঠক হাসপাতাল কর্তৃপক্ষের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব। আজ সকালে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তরবঙ্গ মেডিক্যাল পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এরমধ্যে সাধারন ওয়ার্ডে রোগীদের বর্তমান পরিস্থিতি এবং তাদের অভাব এবং অভিযোগ নিয়েও আলোচনা করেন মেয়র এবং উপস্থিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডাক্তার এবং বোর্ড অফ ট্রাষ্টিরা। মেয়র গৌতম দেব জানান আগামীদিনে রাজ্য সরকারের তরফ থেকে সাধারন রোগীদের জন্য নানান ধরনের সূযোগ সুবিধা দেওয়া হবে। যাতে করে তাদের আত্মীয়দের কোন ধরনের অসুবিধা না হয়। এছাড়াও রোগীদের খাবার, চিকিৎসা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার উপরে জোর দেওয়া হবে বলেও জানান।
শিলিগুড়ি জেলা হাসপাতালের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব। আগামীদিনে কিভাবে এই হাসপাতালের উন্নয়ন করা যায় সেটা নিয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে আলোচনা সারলেন তিনি। হাসপাতালের রোগীর পরিসেবা,অপারেশন এবং বিভিন্ন পরিক্ষার আরো উন্নয়ন ঘটাতে হবে এটাই ছিল হাসপাতাল কতৃপক্ষের মত।যেটাতে সায় দিয়ে মেয়র গৌতম দেব জানান রোগীর যাতে কোন ধরনের অসুবিধা না হয় এবং রোগীর আত্মীয়রা যাতে রোগীকে দেখতে এসে কোন সমস্যায় না পড়ে যান সেটাও এখন থেকে দেখবে হাসপাতাল কতৃপক্ষ। মেয়র আরো জানান শিলিগুড়ি হাসপাতালের পরিসেবা এমনিতেই এখন অনেক অনেক উন্নত।কিভাবে আরো উন্নয়ন করা যায় সেটা নিয়েই আলোচনা করা হল। ভবিষ্যতে আরো ভালো করে তোলবার কথা আলোচনা করলাম আমরা।








