রেশনে নিম্নমানের খাদ্য সহ দুর্নীতির একাধিক অভিযোগে সড়ক অবরোধ
দাবদাহ লাইভ, ধুপগুড়ি, সজল দাশগুপ্তঃ রেশন খাদ্য সামগ্রী পরিমাণে কম দেওয়া, দুর্নীতি সহ রেশন দোকানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধে সামিল হল গ্রাহকরা। শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জুড়াপানি এলাকায়। অভিযোগ, রেশন দোকান থেকে সময়মত খাদ্য সামগ্রী প্রদান করা হয়না ,এমনকি দুয়ারে রেশনও ঠিক করে দেওয়া হয়না। পাশাপাশি নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় বলেও অভিযোগ। আর এই কারনে আজ উত্তেজিত জনতা ফালাকাটা থেকে ধূপগুড়িগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়কের দু’ধারে যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলে অবরোধ তুল নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান এখন থামলেও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।









