রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় নিরাপত্তা চান ডিআরএম
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সাতসকালে স্টেশন সংলগ্ন একটি দোকানে অগ্নিকান্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে রেল ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার ভোর ৬টা ১৫ নাগাদ বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৬টা ১৫ নাগাদ বাঘাযতীন স্টেশন সংলগ্ন একটি দোকানে আচমকা আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে দোকানটি। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ও রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। একই সাথে দমকল বিভাগীয় একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনও খবর নেই। তবে সংশ্লিষ্ট দোকানটি উল্লেখযোগ্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের কোনও প্রকোপ পড়েনি। রেল চলাচলেও কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। কিন্তু দোকানটিতে আগুন লাগার আসল কারণ কি, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত, তা এখনও স্পষ্ট নয়। তবে দাহ্য পদার্থের সংরক্ষণ বা ব্যবহার এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে বলে দমকলের প্রাথমিক তদন্তের অনুমান। এদিনের অগ্নিকান্ডের ঘটনার আসল কারণ জানতে বিভাগীয় রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে সন্তোষপুর স্টেশনের নিকটেও অনুরূপ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে ক্ষেত্রে স্টেশন সংলগ্ন দোকানে আগুন লাগার ফলে রেল পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটে এবং রেল পরিকাঠামো ও যাত্রী নিরাপত্তার প্রতি গুরুতর ঝুঁকির সৃষ্টিও হয়েছিল। স্টেশন চত্বরে এহেন অগ্নিকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের তরফে স্পষ্টতই জানানো হয়- রেললাইন বা স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগলে সিগন্যালিং ব্যবস্থা, ওভারহেড ইকুইপমেন্ট সহ রেলের গুরুত্বপূর্ণ সামগ্রীর ব্যাপক ক্ষতি হবার পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তাই রেল ও যাত্রী নিরাপত্তার স্বার্থে স্টেশন চত্বরের ভিতরে বা আশেপাশে কোনও প্রকার দাহ্য পদার্থ সংরক্ষণ বা ব্যবহার না করার জন্যও কঠোর নির্দেশ জারি করে রেল। রেল চত্বরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রেললাইনের কাছে আগুন ব্যবহার করা শুধু বেআইনি নয়, অত্যন্ত বিপজ্জনকও। এর ফলে রেল সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে, রেল পরিষেবা ব্যাহত হতে পারে এবং যাত্রী ও রেলকর্মীদের জীবন বিপন্ন হতে পারে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকলের সচেতন সহযোগিতা একান্ত প্রয়োজন।”
রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম
0%

















