রেলের উচ্ছেদ অভিযানে হকাররা ক্ষতিগ্রস্ত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ পদাধিকারীকদের খুশি করতেই রেল পুলিশের উচ্ছেদ অভিযান বলে অভিযোগ আনলেন শিকার হওয়া পরিবারের সদস্যরা। মাঝে মধ্যেই রেলের জায়গা নিজেদের দখলে নিতে এই উচ্ছেদ অভিযান। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় দোকানপাঠ, ঘর-বাড়ি। তবে ফের আবার একই জায়গায় সেই একই মানুষ ব্যবসা বা ঘর বানিয়ে পুনরায় রেলের জায়গা দখল করে নিজেদের জীবন যাপনে ব্যাস্ত হয়ে পড়ে। সম্প্রতি, এমনই এক অভিযান চালালো এন জে পির তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায়। রাস্তার পাশে থাকা বেশ কিছু অস্থায়ী দোকান ভেঙে দেয় রেল পুলিশ। রেলের এই উচ্ছেদ অভিযানে রিতীমতো বিপাকে ছোট অস্থায়ী ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানিয়েছেন মাঝে মাঝে এসে রেলের কর্তারা বলেন উঠে যেতে; কারন আধিকারিকেরা আসছেন। আবার চলে গেলে বলেন, আবার বসে পড়তে। আমরা তাই মাঝে মাঝে বিভ্রান্ত হই।


























