রেমাল তান্ডবে চাইল্ড কেয়ার টীম সজাগ
দাবদাহ লাইভ, বসিরহাট, নিজস্ব সংবাদদাতাঃ “রেমাল” ঝড়ে বিধ্বস্ত এলাকায় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের মাঝে “বরুন হাট খালপাড়” একটি প্রত্যন্ত গ্রামে বসিরহাট চাইল্ড কেয়ারের টিম তাদের পাশে দাঁড়িয়ে ছিলো। গ্রামবাসীদের সাথে তারা ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ মেরামতের কাজেও হাত লাগিয়েছিেলো।তার পাশাপাশি তাদের হাতে আমরা ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে জানান সংস্থার সম্পাদক বিশ্বজিৎ মন্ডল। বসিরহাট চাইল্ড কেয়ার সর্বদা মানুষের সাথে মানুষের পাশে।
রেমাল তান্ডবে চাইল্ড কেয়ার টীম সজাগ
0%

















