রেওয়া পত্রিকার অষ্টম বর্ষ পূর্তি এবং সিনেমা সম্মাননা
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি সেরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল রেওয়া পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উৎসব ও রেওয়া সৃজনশীল সিনেমা সম্মাননা। উদ্বোধনী মুহূর্ত ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অনীশ ঘোষ, গল্পকার চুমকি চট্টোপাধ্যায়, কবি সদ্যোজাত, বিশিষ্ট কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, সম্পাদক নির্মাল্য বিশ্বাস, কবি রাজীব ঘাঁটি, সাংবাদিক শুভদীপ রায়, সম্পাদক প্রদীপ গুপ্ত প্রমুখ। রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দশটি সিনেমা ও চারটি মিউজিক ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা, কবিতাপাঠ ও গান। প্রাককথনে রেওয়ার কর্ণধার চিত্রপরিচালক নির্মাল্য বিশ্বাস বলেন — সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ এবং আরও বেশি পরিমাণে দর্শক আকর্ষণ করা এবং তরুণ প্রতিভার বিকাশের জন্য রেওয়া নিরলস কাজ করে যাবে। উপস্থিত ছিলেন সুখময় সাহা, মণিদীপা চক্রবর্তী, স্বদেশ রঞ্জন মণ্ডল, নিখিলেন্দু চক্রবর্তী, সুচন্দ্রা দে রায়, রাজকুমার ঘোষ প্রমুখ। রেওয়া গল্পকার সম্মাননা পেলেন সাহিত্যিক অজিতেশ নাগ, পূজা মৈত্র, অরুণ চট্টোপাধ্যায়, মৌতৃষা চৌধুরী, পারমিতা রাহা হালদার। লেখক সম্মাননা পেলেন গল্পকার জয়তী রায়, তুষারকান্তি রায়, ইন্দিরা মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপর্ণা গাঙ্গুলী, মনমোহন, শ্রীশুভ্র। অণুগল্পকার সম্মাননা প্রাপকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রাবণী সোম যশ, পার্থ রায়, রানা চ্যাটার্জী, পৌলমী দেব, সহেলী রায়, জয়তী অধিকারী, মিতা চ্যাটার্জী, অনিরুদ্ধ সুব্রত, মন্দিরা গাঙ্গুলী, উজ্জ্বল দাস, দীপক আদক, অর্পিতা বোস, শুভ্রা ভট্টাচার্য, শঙ্কর চট্টোপাধ্যায়, কাকলি দাস, মুনমুন মুখার্জী, সুনন্দা রায়, চৈতালী রায়। কবিতাপাঠে অংশ নেন সায়নী ব্যানার্জী, ঋতবৃতা মুখোপাধ্যায়, মৌমিতা দে ধর, সুতপা পূততুন্ড, সায়ন্তিকা বসু, শম্পা রায় বোস, অলিপা বসু, রোজমেরী উইলসন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।








