রিলে প্রতিবাদ সংসদে গান্ধীমূর্তির পাদদেশে চলবে রাতেও
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদনঃ সংসদ চালাতে বাধা দেওয়ার আভিযোগে দুই দিনে রাজ্যসভায় ২০ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। তার মধ্যে সাত জন তৃণমূল কংগ্রেসের। ছ’জন ডিএমকের, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির তিন সাংসদ, দু’জন সিপিএমের। আর, একজন করে সাংসদ আম আদমি পার্টি ও সিপিআইয়ের। পালটা সাসপেন্ড হওয়া সাংসদরা বুধবার থেকে পার্লামেন্ট চত্বরের মধ্যেই ৫০ ঘণ্টার রিলে প্রতিবাদ শুরু করেছেন। সংসদে গান্ধী মূর্তির পাদদেশে এই প্রতিবাদ চলবে। দিনের পাশাপাশি রাতেও চলবে প্রতিবাদ। সাংবাদিকদের একথা জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। রাজ্যসভার পাশাপাশি লোকসভার চার সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে একই অভিযোগে।
খবর এক নজরেঃ
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
রিলে প্রতিবাদ সংসদে গান্ধীমূর্তির পাদদেশে চলবে রাতেও
0%



































