রিচা ঘোষকে কিনল রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ এক কোটি নববই লক্ষ টাকা দিয়ে রিচা ঘোষকে কিনে নিল রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আজ এই অসাধারন মুহুর্তের সাক্ষী থাকল শিলিগুড়ির মানুষ। মহিলা আই.পি.এল-এর বিডে রিচা ঘোষকে নেয় ব্যাঙ্গালোরের দলটি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে রিচার অসাধারন পারফমেন্স জায়গা করে দিল ব্যাঙ্গালোরের এই দলে। যদিও রিচার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। তবে খবরটি শোনার পরে রিচার বাড়িতে চলে অভিনন্দনের জোয়ার। অভিনন্দন জানান মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং প্রাক্তন মেয়র শ্রী অশোক ভট্টাচার্য্য। শিলিগুড়ির ক্রিকেট মহল সোজা রিচার বাড়িতে চলে যায়। রিচার বাবা এই মুহূর্তে কলকাতায় থাকা; ফোনে কথা বলার সময়ে আবেগে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। রিচার মা আনন্দে পাড়ায় মিষ্টি খাওয়াতে ব্যস্ত।
শেষ পর্যন্ত দেশকে আরেকজন ক্রিকেটার উপহার দিল শিলিগুড়ি।








