রাস্তায় আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ এসআইআর আতঙ্কের মাঝে সল্টলেকের রাস্তায় দেখা যায় যত্রতত্র পড়ে রয়েছে আধার কার্ড। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ কার্ডগুলো উদ্ধার করে। সাত সকালে উত্তর ২৪ পরগনা জেলার সল্টলেকের বিএ ও সিএ ব্লকের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি মাঠের পার্শ্ববর্তী রাস্তা থেকে উদ্ধার হয় কার্ডগুলি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিনও উল্লেখিত মাঠে প্রাতঃভ্রমণ করছিলেন স্থানীয়রা। আচমকা ওই মাঠের পাশে থাকা রাস্তায় একাধিক আধার কার্ড পড়ে থাকতে দেখেন তাঁরা। উৎসুক মানুষেরা এগিয়ে গিয়ে কার্ডের ঠিকানা পড়ে জানতে পারেন সবকটি কার্ড উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের ঠিকানা যুক্ত। এ নিয়ে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। পরে স্থানীয় মারফত খবর পেয়ে বিধান নগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট ৬টি আধার কার্ড উদ্ধার করে থানায় নিয়ে যায়।কার্ডগুলো ওই স্থানে কিভাবে এসেছে, কে বা কারা কেন কার্ডগুলো ওই রাস্তায় ফেলেছে, তা জানতে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারকৃত আধারের নম্বর গুলি যাচাই করে দেখা হবে কার্ডগুলোর প্রকৃত মালিক কারা। সম্প্রতি তাঁদের সাথে কোনও অপরাধ বা প্রতারণামূলক কাজ হয়েছে কিনা। তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ বিষয়টি জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ।
রাস্তায় আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য
0%

















