রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানে হিড়িক বিধায়কদের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ এদিন আগেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় উত্তরীয় সহ সকাল সকাল কলকাতায় ভোট দিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী। তিনি জানালেন এটা আমার কাছে প্রচণ্ড গর্বের বিষয় আমি রাষ্ট্রপতি নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। কারন রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র সন্মানেরই নয়। এই নির্বাচনে ভোট দেওয়া অত্যন্ত মর্যাদারও। তাই আজকে আমি আমার জীবনের সর্বোচ্চ সন্মান পেলাম এবং আমি নিশ্চিত আমাদের প্রার্থী দ্রোপদী মুর্মু রাষ্ট্রপতি হচ্ছেন। এদিন একসাথে ভোট দেন বিজেপী দলের অন্যান্য বিধায়কেরাও।
Toggle title
Toggle content goes here, click edit button to change this text.
রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কদের ভোট প্রদানের লাইন
User Review
( votes)
























