পদ অবলুপ্তি না করার ও পদ সৃষ্টির জোর সওয়াল

দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন ভূক্ত ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়নের বারাসাত মহকুমা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক তাপস রায় ও মহকুমা সভাপতি সুভাষ নন্দী এই সম্মেলনের উদ্বোধন করেন।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমায় ৯টি ইউনিট মিলিয়ে দু’শ-র বেশী সদস্যের মধ্যে ১২০ জন প্রতিনিধির উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদনের উপরে দীর্ঘ আলোচনায় আমিন ও ভূমি সহায়ক ( বি এস) পদ অবলুপ্তির জন্য তীব্র সমালোচনা হয় ও পদ অবলুপ্তি না হওয়ার জোর সওয়াল করা হয়। চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ মহকুমা ও জেলা অফিসে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’-র পদ সৃষ্টি করার দাবী উত্থাপিত হয়। গৌরাঙ্গ বণিককে আবার সম্পাদক নির্বাচিত করে আগামী দু’ বছরের জন্য একটি কমিটিও তৈরী হয়।
পদ অবলুপ্তি না করার ও পদ সৃষ্টির জোর সওয়াল
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন ভূক্ত ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়নের বারাসাত মহকুমা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক তাপস রায় ও মহকুমা সভাপতি সুভাষ নন্দী এই সম্মেলনের উদ্বোধন করেন। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমায় ৯টি ইউনিট মিলিয়ে দু’শ-র বেশী সদস্যের মধ্যে ১২০ জন প্রতিনিধির উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদনের উপরে দীর্ঘ আলোচনায় আমিন ও ভূমি সহায়ক ( বি এস) পদ অবলুপ্তির জন্য তীব্র সমালোচনা হয় ও পদ অবলুপ্তি না হওয়ার জোর সওয়াল করা হয়। চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ মহকুমা ও জেলা অফিসে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’-র পদ সৃষ্টি করার দাবী উত্থাপিত হয়। গৌরাঙ্গ বণিককে আবার সম্পাদক নির্বাচিত করে আগামী দু’ বছরের জন্য একটি কমিটিও তৈরী হয়।
















