রাজ্যে পোশাক ফতোয়া প্রত্যাহারে বিক্ষোভে সামিল প্রাক্তনীরা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রাজ্য সরকারের ফতেয়া জারি করা সমস্ত বিদ্যালয় গুলিতে নীল সাদা পোশাকের বিরুদ্ধে গর্জে উঠলেন এবার কোচবিহার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় সুনীতি একাডেমীর প্রাক্তনীরা। সোমবার সাড়ে ১১ টা নাগাদ স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন বিদ্যালয়ের প্রাক্তনীরা। তাদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল গুলোতে যে নীল সাদা পোশাক পরিধান করতে বলা হয়েছে ফলে স্কুলের ঐতিহ্য ও শৈশবের ভাবাবেগে আঘাত করেছে রাজ্য সরকার। সুনীতি একাডেমির প্রাক্তনী ছাত্রী রিয়া চক্রবর্তী জানিয়েছেন যে, শৈশবের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই পোশাকে। রাজার ঐতিহ্যবাহী হেরিটেজ শহর কোচবিহার। কোচবিহারের হেরিটেজ কালার লাল সাদা, প্রত্যেকটা স্কুলের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, নিজস্ব স্কুল ইউনিফর্ম রয়েছে। সুনীতি একাডেমী সবুজ সাদা এই ইউনিফর্ম চির ঐতিহ্যবাহী। স্কুল থেকে বেরিয়ে গেলেও এই পোশাককে তারা সযত্নে রেখে দেয় মনের মনিকোঠায়। তিনি জানিয়েছেন, যদি রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত স্কুলগুলোকে নীল দেওয়া হয় তবে কে কোন ইষ্কুলের বলা সম্ভব হবে না। কোন ছাত্রী যদি ইষ্কুল পালিয়ে যায় তাহলেও তাকে ধরা অসম্ভব হবে। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন রাখবেন যাতে অবিলম্বে তিনি এই নির্দেশ প্রত্যাহার করেন।














