রাজ্যের স্বাস্থ্যেও পরিষেবার কেন্দ্রিয় স্বীকৃতি
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ সরকারী স্বাস্থ্য পরিকাঠামোর স্তরে লেবার রুম সহ মেটারনিটি ওটি-র পরিষেবা ও গুণগত মানের নিরিখে কেন্দ্রিয় টিমের সার্টিফিকেশনের জাতীয় নিম্ন মাণ উত্তীর্ণ করে কেন্দ্রের স্বীকৃতি আদায় করে নিল বাংলার দুই হাসপাতাল। সম্প্রতি, কেন্দ্রিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় স্বাস্থ্য মিশন পরিকল্পনায় যুগ্ম সচীব বিশাল চৌহান, আই এ এস রাজ্য স্বাস্থ্য সচীবকে এক পত্রে এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে বিস্তারিত জানান। যেখানে উল্লেখ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা হাসপাতাল এবং অপরটি সাম্প্রতিককালে ঘোষিত বসিরহাট জেলা হাসপাতাল। এই স্বীকৃতিকে রাজ্যের সরকারী স্বাস্থ্য ব্যবস্থার ও পরিষেবা সাফ্যলের মুকুটে অন্যতম পালক হিসাবে দেখছে চিকিৎসা মহল। উল্লেখ্য, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড (এনকিউএএস) প্রতি বছর দেশের সব সরকারী হাসপাতালের পরিষেবার মান খতিয়ে দেখে। সেক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। ২০২২ সালের ডিসেম্বরে স্বাস্থ্য বিভাগের এই ধরণের পরীক্ষায় ভাল ফলাফল করে কোয়ালিফাইং রাউন্ডে ওঠে এই দুই হাসপাতাল। রাজ্য থেকে কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের ‘লক্ষ্য’ (লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ) –এর বিচারের জন্য নাম পাঠালে এই স্বীকৃতি মেলে। বসিরহাট হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে হাসপাতালের কর্মী থেকে চিকিৎসক নার্স ও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই সম্মান পাওয়া যেতো না। এই সাফল্যের ফলে যে আর্থিক সুবিধা মিলবে তা’ হাসপাতালের সার্বিক উন্নয়নের কাজে লাগবে বলেও জানানো হয়।








