রাজ্যের উন্নয়নের ১১ বছর পালিত বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উন্নয়নের পথে ১১ বছর। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত ১১বছর যেই উন্নয়ন সারা পশ্চিমবঙ্গের বুকে হয়েছে সেটাকেই গোটা উত্তর ২৪ পরগনাতে তুলে ধরতে বারাসাত -১ ব্লকে আয়োজিত ‘উন্নয়নের পথে -১১ বছর’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ সহ বিধায়ক রহিমা মণ্ডল ও শাসক দলের জেলা ও ব্লক নেতৃত্ব।
নিউজ এক ঝলকে
রাজ্যের উন্নয়নের ১১ বছর পালিত বারাসাতে
92%








