Banner Top

রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ

                      দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  নির্বাচনী বিধি ভঙ্গ করছেন রাজ্যপাল, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক নালিশ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। দিন কয়েক পরই বঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের পূর্বেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। রাজ্য ও রাজ্যপালের সংঘাত দীর্ঘদিন ধরেই চলছে। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের সাথে রাজভবনের সংঘাতের মাত্রা ক্রমশই বেড়েছে। নির্বাচনে হিংসার ঘটনা নিয়েও সম্প্রতি তৎপর হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়ে খতিয়ে দেখছেন সমস্ত বিষয়। ভোটের ঠিক পাঁচ দিন আগে রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নির্বাচনী বিধি মানছেন না রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনের কার্যেও হস্তক্ষেপ করছেন। সরকারি ভবনে বিজেপি নেতৃত্বদের সাথে বৈঠক করছেন রাজ্যপাল, যা নির্বাচনী বিধি ভঙ্গ করছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এমনই নানাবিধ অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল, তা একেবারেই অপ্রত্যাশিত। কমিশন প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্য ঠিক নয় বলে দাবি তৃণমূলের।

রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment