
পানীয় আকাল মেটাতে জলের ট্যাঙ্কের উদ্বোধন শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকাতে পানীয় জলের চাহিদা পূরণের জন্য শিলিগুড়ি পুর নিগমের ১১,০০,০০০.০০ টাকা অর্থানুকূল্যে ৫ খানি ৩০০০ লিটারের চলনশীল পানীয় জলের ট্যাঙ্কি-র শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান এবং অন্যান্য মেয়র পারিষদেরা। গৌতম দেব জানান ভারতেই নয় শিলিগুড়িতেও পানীয় জলের অভাব চলছে। ট্যাঙ্কি মানুষের মধ্যে অনেকটা পানীয় জলের সমস্যা কমিয়ে দেবে বলে জানাতে ভোলেন নি। এই গরমে মানুষের প্রচণ্ড পরিমানে জলের প্রয়োজন। শিলিগুড়ির সব ওয়ার্ডেই ঘুরবে এই ট্যাঙ্কি বিশেষ করে যে যে ওয়ার্ডে জলের সমস্যা সেই সেই ওয়ার্ডে। আগামীদিনে আরো কয়েকটি ট্যাঙ্ক নামাবে বলেও জানালেন মেয়র। উল্লেখ্য কিছুদিন আগে পানীয় জলের সমস্যার কথা দাবদাহ নিউজ পেপার সহ দাবদাহ লাইভে এই নিউজ প্রকাশিত হওয়ার কিছুদেনের মধ্যেই এই সিদ্ধান্তে এলাকার মানুষ খুশি।






