রাখি বন্ধন উৎসবে পুরপ্রধান গোবরডাঙ্গায়
দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, নিজস্ব সংবাদদাতাঃ রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ১২ই আগস্ট সকালে অনুষ্ঠিত হয় অষ্টাদশতম রাখি বন্ধন উৎসব। গোবরডাঙ্গা ১নম্বর রেলগেট সংলগ্ন মনসাতলা মোড়ে সাধারণ মানুষের উপস্থতি ছিল চোখে পড়ার মতো। রাস্তায় পথ চলতি সর্বস্তরের মানুষের হাতে প্রায় ৩ হাজার রাখি পড়ানো হয়। উৎসবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত, ছিলেন অলোকানন্দ বসু, অরিন্দম দে, পলাশ মণ্ডল, রাসমোহন দত্ত, নীরেশ ভৌমিক, বাসুদেব মুখোপাধ্যায়, জয়শ্রী মিত্র, প্রদীপ সরকার, প্রবীর মজুমদার, মিহিরলাল চক্রবর্ত্তী, ড:নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পৌরপ্রধান তাঁর বক্তব্যে বলেন “গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা বিগত ১৮বছর ধরে এলাকার সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব্য বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।” তিনি আরো জানান গোবরডাঙ্গার উন্নয়নের ক্ষেত্রে রবীন্দ্র নাট্য সংস্থার এই উদ্যোগ আরো একটি পালক সংযোজিত হলো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অলকানন্দ বসু, অরিন্দম দে, রাসমোহন দত্ত, নীরেশ ভৌমিক, বাসুদেব মুখোপাধ্যায়, প্রবীর মজুমদার, পলাশ মণ্ডল, জয়শ্রী মিত্র, প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিহিরলাল চক্রবর্ত্তী, আবৃত্তি করে দিতিকা সরদার, আইভী সান্যাল, আলোকবর্তিকা ভট্টাচার্য, নৃত্য পরিবেশন করে স্মৃতি চক্রবর্ত্তী, রুমকি দে, শর্মিষ্ঠা রায়, তিথি রায়, অনুশ্রী রায়, সরমা বৈদ্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ ভট্টাচার্য ও রাই বসু।
নিউজ এক নজরে



































