রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলনে নার্সারী কে জি স্কুলের বার্ষিক অনুষ্ঠান
দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মন্ডল: সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সহরারহাট পূর্বাশা নার্সারী কে জি ও প্রাইমারি স্কুলের ১৭ তম বার্ষিক প্রাইজ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় তিলক, উত্তরিত পরিয়ে সংবর্ধনার মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিবর্গের বরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন এই অনুষ্ঠানের সভাপতি দিলীপ কুমার দাস এইচ এম বেলসিংহ শিক্ষায়তন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মলা হালদার এইচ এম হরিংডাঙ্গা হাই স্কুল, বলোরাম হালদার এইচ এম সাহারা যোগেন্দ্র হাই স্কুল, সুধামাধব সামন্ত বৃত্তি পরীক্ষার জেলা সভাপতি, সহরার হাট পূর্বাশা নার্সারী কে জি স্কুলের প্রধান শিক্ষিকা অমিতা হালদার, পূর্বাশা কেজি স্কুলের সভাপতি আশুতোষ মন্ডল, ইদ্রজিৎ মন্ডল ট্রেজারার, উপদেষ্টা সুখেন্দনাথ নস্কর, ক্যারাটে শিক্ষক মৃণাল ঘোষ, সরফুদ্দিন খান, বিভাস মন্ডল ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।


















