রবীন্দ্র নাট্য সংস্থার শিশু উৎসব
দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তীঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার শিশু উৎসব। উপস্থিত অতিথিদের সমবেত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে দিতিকা সর্দার, এছাড়াও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী আলোকবর্তিকা ভট্টাচার্য, অনুশ্রী রায়, অঞ্জলি মৃধা, তিথি রায়। আবৃত্তি পরিবেশন করে অনুষ্কা দত্ত, ঐশী মজুমদার, আইভী সান্যাল, সৌমিত্র বণিক, পিহু দাস, সঙ্গীত পরিবেশন করে কনিনিকা সিংহ, শ্রেষ্ঠা সরকার, বৃষ্টি ঘোষ, সায়ন্তন বিশ্বাস, রূপসা বিশ্বাস, ইন্দৃতা সরকার। শিশু উৎসবের তাৎপর্য আলোচনা করেন পলাশ মণ্ডল। সবশেষে কার্তিক ঘোষ রচিত ও স্মৃতি চক্রবর্ত্তী নির্দেশিত নাটক “দোয়েল পাখির দেশে ” মঞ্চস্থ হয় ৷ অভিনয় করেছে ঈশিতা মল্লিক, রিমশা মল্লিক, আলোকবর্তিকা ভট্টাচার্য, অনুশ্রী রায়, মিলন হালদার, সরমা বৈদ্য, দিতিকা সর্দার, সৃঞ্জয় বিশ্বাস, পবিত্র সরকার, শর্মিষ্ঠা রায়। আবহ প্রক্ষেপণ গৌরব চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে শোভন মণ্ডল, রুমকি দে। কচিকাঁচাদের উচ্চকিত কলতানে সার্থক হয়ে ওঠে এই শিশু উৎসব ৷








