
দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তীঃ গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গত ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। গোবরডাঙ্গা থানার ওসি কাজল বন্দ্যোপাধ্যায় এই শোভাযাত্রার শুভ সূচনা করেন। গোবরডাঙ্গার রেনেসাঁস ইনস্টিটিউট, মেদিয়া কিশোর সংঘ, গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চ, গয়েশপুর করুণাময়ী মিশনের মতো এলাকার বিভিন্ন জনকল্যাণমুখি সংগঠন এই পদযাত্রায় অংশ নেয়। এলাকার দীর্ঘ পথ পরিক্রমা করে মিছিলটি মেদিয়া কিশোর স্পোর্টিং ক্লাব ময়দানে এসে শেষ হয়। রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে একটি বৃহৎ ট্যাবলো বের করা হয় ৷ পদযাত্রায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সঙ্গীত, কবিতা ও বক্তব্য পেশ করা হয়। রবীন্দ্র নাট্যসংস্থার প্রাণপুরুষ বিশ্বনাথ ভট্টাচার্য জানান, "বিশ্ব উষ্ণায়নে পৃথিবী বিপর্যস্ত, দুই মেরুর বরফ গলছে, সমুদ্রে জলস্ফীতি ঘটছে, সমুদ্র পৃষ্ঠ উষ্ণ হচ্ছে এই কারণে বিধ্বংসী ঝড় সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সচেতন হতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। আজ এটাই হোক আমদের অঙ্গীকার।" পদযাত্রায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর রত্না বিশ্বাস, বাপী রায়,শান্তনু দে,স্বপন চক্রবর্তী,অশোক পাল,নন্দদুলাল বোস,প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
















