Banner Top

রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম-জয়ন্তী পালন

   

রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম-জয়ন্তী পালন

          দাবদাহ লাইভ, বনগাঁ, হিরণ্ময় চক্রবর্তীঃ রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ২৬সেপ্টেম্বর ২০২২, কপিলেশ্বরপুরের শাকদহ এফ পি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন করা হলো বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দু’শত দু’তম জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ পাঠক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেন। সবশেষে পরিবেশিত হয় দু’টি নাটক৷ প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে “বলাই” রচনা ড:অপূর্ব দে, পরিকল্পনা ও নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। দ্বিতীয় নাটক “হাত গণনা” রচনা মৈনাক সেনগুপ্ত, নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। দু’টি নাটকে অভিনয় করেছে  আইভী সান্যাল, সৈকত পাইক, দেবযানী বিশ্বাস, শর্মিষ্ঠা রায়, বিপ্লব বোস, শোভন মণ্ডল, স্মৃতি চক্রবর্তী, দিব্যেন্দু মণ্ডল, রুমকি দে, স্বাগত দাস, সমরেশ মল্লিক, শিখা মজুমদার, আবহ প্রক্ষেপণ দেবার্ঘ্য পাইক। উপস্থিত সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকেরা নাটক দু’টির উচ্ছ্বসিত প্রশংসা করেন। 

রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম-জয়ন্তী পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment