রথবাড়ি সাবওয়ে দ্রুত খোলার আশ্বাস রেল কর্তৃপক্ষের
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ দীর্ঘ তিন বছর পার হলেও মালদা জেলার রথবাড়ি রেলের আন্ডারপাসের কাজ এখনো সমাপ্ত হয়নি। ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছেন। চরম হয়রানির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। স্থানীয় এলাকাবাসী লক্ষণ ঘোষ জানান আমরা ২০১৯ সাল থেকে এই সমস্যার মধ্যে রয়েছি। রেল গেটের এই অবস্থার জন্য রেললাইন পারাপার করতে গিয়ে ৭ থেকে ৮ জন মানুষের মৃত্যুও হয়েছে বলে জানান। মালদা রেলওয়ে ডিভিশনের ম্যনেজার যতীন্দ্র কুমার জানান, রথবাড়ি আন্ডার পাস সাবওয়ের কাজ খুব দ্রুত শেষ হবে। আমাদের ইঞ্জিনিয়াররা এ বিষয়ে লেগে রয়েছেন। আশা করা যায়, দুর্গাপুজোর আগেই আপাতত মানুষের চলাফেরার জন্য রাস্তাটি খুলে দেওয়া হবে।















