দাবদাহ লাইভ, শুভদীপ রায়ঃ সৃজন বার্তা,খোলামন এবং মাসিক কবিতাপত্র এর উদ্যোগে আসামের শিলচর বরাক উপত্যকায় ১৯৬১ সালের ১৯ মে এগারো জন ভাষা শহিদদের উদ্দেশ্যে সঙ্গীত শিল্পী দেবাশিস ভট্টাচার্যের সঙ্গীতের মাধ্যমে বিশেষ স্মরণ সন্ধ্যা সূচনা হয় কলকাতার গাঙ্গুলিপুকুর স্বপ্না সভাঘরে। উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল রক্তস্নাত ১৯ মে । উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় মাসিক কবিতা পত্রের ৭১ তম সংখ্যাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী গুণীজনেরা। উপস্থিত ছিলেন কবি সুব্রত সরকার, চিত্রা লাহিড়ী, দীপক লাহিড়ী, রাজিব সিংহ, সুরঙ্গমা ভট্টাচার্য, শ্যামল বিশ্বাস, সত্যকাম বাগচী, শুভদীপ রায়, কানাইলাল জানা, সুস্মিতা বিশ্বাস, শম্পা গুপ্ত, দীপঙ্কর বাগচী, জিনিয়া রায়, সীমিতা মুখোপাধ্যায়, সোমা মুখোপাধ্যায়, সৌভিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সৃষ্টি সংস্থার সাংগীতিক পরিষদের গুণীশিল্পীবৃন্দ। সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের জন্য নিবেদিত বাংলা ভাষা প্রেমীদের অবদান নিয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের স্রষ্টা আবদুল গাফ্ফার চৌধুরীর প্রয়াণে নীরবতা পালন এবং ১৯ মে -র তাৎপর্য নিয়ে কবিতা, গানের মাধ্যমে স্মরণ করা হয় ১৯৬১ সালের ১৯ মে আসাম রাইফেলসের গুলিতে নিহত ১১ জন ভাষা শহিদদের। এঁদের মধ্যে একমাত্র নারী শহিদ ছিলেন কমলা ভট্টাচার্য , তাঁর কথাও বিশেষভাবে আলোকপাত করেন গুণীজনেরা। উদ্যোক্তা সংস্থা খোলামন, সৃজন বার্তা এবং মাসিক কবিতাপত্র -এর সকল সদস্য এবং কার্যকরি সম্পাদকমণ্ডলীর বিশেষ তত্ত্বাবধানে দিনটি বিশেষ মর্যাদাসহ পালিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনা করেন বিশিষ্ট কবি সুমিতাভ ঘোষাল এবং বাচিকশিল্পী শ্যামা ভট্টাচার্য।
















