রক্তদান শিবির সহ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা
দাবদাহ লাইভ, বিধাননগর, সুমিত মজুমদারঃ গত ২৫শে জুন রবিবার বিধান নগর পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিশ মুখার্জির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির সহ সুলভ শৌচাগার উদ্বোধন এবং ওই ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি দমদম ব্যারাকপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয় বিধান নগর পৌর নিগমের মেয়র শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় উত্তর কলকাতার প্রথম স্থান অধিকারী পৌলমী নন্দীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ওয়ার্ড কাউন্সিলর মনীষ মুখার্জির উদ্যোগে।








