রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ দেশ জুড়ে করোনা অতিমারী পরিস্থিতি সহ গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে ও আর্ত মানুষের সেবা তৎসহ থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের প্রয়োজন মেটাতে প্রতি বছরের ন্যায় এ বছরও ২৪নং ওয়ার্ডে বারাসাত দেশপ্রিয় সংঘ সম্প্রতি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রায় ৫০% শতাংশ মহিলা সহ ৫০ জনেরও অধিক এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এই উদ্দ্যেশে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ৩টি বিভাগে ১১০জন প্রতিযোগীদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাক্তন পুরপ্রধান তথা সংঘের সভাপতি সুনীল মুখার্জী। উল্লেখ্য, এই ক্লাবটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়; কিন্তু রক্তদান শিবির ১৯৯০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় বলে জানালেন জয়ন্ত বাগল। উপস্থিত ছিলেন পৌরমাতা স্বপ্না বসু, স্থানীয় চিকিৎসক ডাঃ এন বি কাঞ্জিলাল, ডাঃ সুজন মণ্ডল সহ সমাজ সেবী ও সদস্যরা।








