যোগাই মনন শক্তির উৎস
দাবদাহ লাইভ, গাইঘাটা, প্রভাস বিশ্বাসঃ এদিন সকালে দি আর্ট অফ লিভিং এর উদ্যোগ ও সহযোগিতায় এবং গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়ের পরিচালনায় নবম বিশ্ব যোগ দিবসে বনগাঁ মহকুমার অন্তবিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র ছাত্রীদের নিয়ে যোগ শিবির হয় গাইঘাটা হাই স্কুল মাঠে। ছিল গাইঘাটা হাই স্কুল, ইছাপুর হাই স্কুল, চাঁদপাড়া বাণী বিদ্যা বীথি, চাঁদপাড়া বালিকা বিদ্যালয়, ঠাকুরনগর হাই স্কুল, বনগাঁর রাখালদাস বিদ্যাপীঠ, বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যালয়, ও যোগতীর্থ, আর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা ভট্টাচার্য জানান, যোগই পারে শারীরিক ও মানসিক সুস্থতা এনে দিতে আর এই লক্ষ্য নিয়েই ফি বছর বিশ্ব যোগ দিবসে ‘সচেতনতার জন্য যোগ শিবিরের আয়োজন করি। আজকেও তার ব্যতিক্রম নয়। শিশু মনে মানসিক, শারীরিক ও বৌধিক বিকাশে যোগের কোন বিকল্প নেই। তাই নিয়মিত শারীরিক কসরত, প্রাণায়াম, ধ্যান ও যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজন। শুধু শিশু নয় প্রত্যেকেরই প্রয়োজন। সুস্থ সমাজ তৈরিতে সমাজের প্রতিটি মানুষকে এই যোগের আওতায় আনতে হবে। এটা মনে করেই এই শিবিরের আয়োজন করা। শ্রীশ্রী রবি শঙ্করের ‘দি আর্ট অফ লিভিং ‘র অনুপ্রেরনায় ও সার্বিক সহযোগিতায় আজ তা সম্ভব হলো। বিশেষ ভূমিকা নিলেন চাঁদপাড়া বাণী বিদ্যা বীথির ক্রীড়া শিক্ষক তথা যোগার শিক্ষকও, তিনি জানান, গুরু মুখী বিদ্যা অত্যন্ত প্রয়োজন। যোগায় উপযুক্ত প্রশিক্ষণ না হলে আখেরে ক্ষতি সাধিত হয়। সবার আগে ভাবতে হবে নিজের পক্ষে কত খানি করা উচিৎ। যা এক মাত্র প্রশিক্ষকই পারে তা বলে দিতে। ২০১৪ সালে ২৭ সেপ্টেম্বর রাষ্ট্র সংঘের সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাব দেয় আন্তর্জাতিক যোগ দিবস পালনের, সেই সময় বন্ধু দেশ হিসাবে সাথে পেয়েছিলো ১৭৭ টি দেশকে। ঠিক পরের বছর ২০১৫ সালের ২১ জুন থেকেই স্বীকৃতি আদাই করে নিলো আন্তর্জাতিক যোগ দিবস।’ এদিন আবার সবচেয়ে বড় দিন ও দক্ষিনায়ন শুরু। বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট বলেন, ঔষধ নয় যোগই মহামূল্যবান ঔষধ। তাই যোগই পারে শারীরিকে সুস্থ রাখতে। নিয়মিত শরীর চর্চায় স্মৃতিশক্তি যেমন বাড়ে তেমনি নীরোগ ও থাকা যায় বলে প্রধান শিক্ষিকা জানান।









