যুব মহিলা শক্তি বৃদ্ধিই তৃণমূলের শক্তি বৃদ্ধি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ শিলিগুড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য দেখা করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষের সাথে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষন কথাও হয়। সায়নী ঘোষ এদিন জানান উত্তরবঙ্গে যুব তৃণমূল মহিলা সংগঠনটিকে শক্তিশালী করে তুলতেই আমার শিলিগুড়িতে আসা। আমি চাই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংগঠনটি আরো মজবুত হোক। আর তাই যুব মহিলা সংগঠনের শক্তি বৃদ্ধি মানেই তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলা। অন্যদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান সব সংগঠনকেই আমাদের চাঙ্গা করে রাখতে হবে। তাই যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রীর সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হল কিভাবে এই যুব তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা যায়। আমাদের নতুনদের সামনের সারিতে আনতে হবে যারা সত্যি সত্যি দলকে ভালোবাসবে।








