যুদ্ধকালীন তৎপরতায় রায়মঙ্গল নদীর বাঁধ মেরামতী
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ রায়মঙ্গল নদী বাঁধের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হওয়ায় যে কোনো মুহূর্তে তা ভেঙে গিয়ে গুরুতর বিপত্তি ঘটার আশঙ্কা ছিল। শুক্রবার ওই বাঁধ মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত মনিপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াচক চত্বরে থাকা রায়মঙ্গল নদী বাঁধের অবস্থা অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছিল। কোথাও দেখা দিয়েছিল ফাটল কোথাও বা গর্ত, আবার কোথাও ভাঙতে ভাঙতে একেবারে সরু সুতোর মতো হয়ে গিয়েছিল নদী বাঁধ। জোয়ারের সময় বাঁধের গায়ে থাকা গর্ত দিয়ে জল প্রবেশ করতে দেখা যায় গ্রামে। বুধবার পূর্ণিমার ভরা কোটালে ওই বিপজ্জনক অবস্থায় থাকা নদী বাঁধটি যেকোনো মুহূর্তে ভেঙে গিয়ে নদীর জল গ্রামে প্রবেশ করে বড়সড় বিপত্তি ঘটার আশঙ্কায় প্রহর গুনছিল এলাকাবাসীরা। খবর পেয়ে বৃহস্পতিবার মনিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি ও সেচ দপ্তরের আধিকারিকেরা লঞ্চে চেপে জরাজীর্ণ অবস্থায় থাকা রায়মঙ্গল নদী বাঁধটি পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শন শেষে পঞ্চায়েত প্রধান জানান বর্তমানে ওই বাঁধের অবস্থা খুবই আশঙ্কাজনক। এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সন্দেশখালির মানুষজন অর্থনৈতিক দিক থেকে ভীষণরকম ক্ষতিগ্রস্থ। এরপর নদী বাঁধ ভেঙ্গে পড়লে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়বে। ফলে কৃষিক্ষেত্রে নোনাজল প্রবেশ করলে সদ্য রোপন করা ধানের বীজ একেবারে নষ্ট হয়ে যাবে। পুনরায় আর্থিক সঙ্কটে পড়বে গ্রামবাসীরা। নদীতে জোয়ার থাকায় বাঁধ মেরামতের কাজ করা সম্ভব না হলেও, সেচ দপ্তরের তৎপরতায় এক দিনের মধ্যেই শুরু হয় ওই বাঁধ মেরামতের কাজ। স্থানীয় সূত্রে জানা যায় জোয়ারের সময় কাজ বন্ধ থাকলেও ভাঁটার সময় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ করছে সেচ দপ্তরের কর্মীরা। নদীবাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিতে দেখা যায় গ্রামবাসীদের। যে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ চলছে, তাতে ঘন বর্ষা নামার পূর্বে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা মনিপুরের রায়মঙ্গল নদী বাঁধের প্রায় সমস্ত জায়গাই মেরামত করা সম্ভব হবে বলে পঞ্চায়েত সূত্রে খবর।


























