যাত্রী নামিয়ে বাসে দলীয় পতাকা লাগানোর অভিযোগ
দাবদাহ লাইভ, ঘাটাল, অক্ষয় গুছাইতঃ রাত পোহালেই ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হবে। রাজ্য জুড়ে চলছে সাজো সাজো রব। কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চরমে । শহীদ দিবসের মিছিলে কোমর দুলিয়ে ডিস্কো নাচের দৃশ্য টিভির পর্দায় দেখেছে রাজ্যের মানুষ । এবার ঘটল বাস ভর্তি যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হল। বাসে বাঁধা হলো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই এলাকায় একটি যাত্রী বোঝাই বাস আটকে জোর করে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে বাসে দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জোর করে বাস থেকে নামিয়ে দেওয়ার ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। অনেক অনুরোধ করার পরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাস চলতে দেয়নি বলে অভিযোগ। সমীর সামন্ত নামে এক যাত্রী বলেন ” এরকম ভাবে হঠাৎ করে রুটের যাত্রী বোঝায় বাস বন্ধ করাতে যাত্রীদের খুব অসুবিধা হয় । বাসে অসুস্থ মানুষ ছিল, আবার কেউ বা হাসপাতালে যাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনেক অনুরোধ করার পরেও তারা কর্ণপাত করেনি।বাধ্য হয়ে যাত্রীরা অনেক বেশি টাকা দিয়ে অন্য গাড়িতে করে গন্তব্যে পৌঁছায় ।” তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশা পাশি খোঁজ খবর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনার জেরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
দাবদাহ লাইভ
দাবদাহ লাইভ
দাবদাহ লাইভ আপনাদের খবরঃ মানুষের কথা বলে
























