দাবদাহ লাইভ, নিউ টাউন, হিরণ ঘোষালঃ সম্প্রতি, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মৎস্য চাষ ও উৎপাদন বিষয়ে এক সেমিনার কেন্দ্রিয় মৎস্য মন্ত্রী পরুষোত্তম রুপালা উদ্বোধন করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, মৎস্য তথা একুয়াকালচার বা জলজ চাষের বহুমুখী দৃষ্টি ভঙ্গিতে প্রধানমন্ত্রীর ভিশন বিকশিত ভারত ২০৪৭ ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।
মৎস্য তথা জলজ চাষ বিষয়ে সেমিনার
0%

















