প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান
দাবদাহ লাইভ, বারাসাত, দেব প্রসাদ সমাদ্দারঃ ১৮ – ২৫ বছরের ছেলেমেয়েদের নিজেদের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে ম্যাজিক বাস নামে এন জি ও উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে। এই প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনা খরচে। প্রতি বছর বেশ কিছু ছেলেমেয়েরা প্রশিক্ষিত হয়ে কাজের সন্ধান মিলছে বলে জানা যায়। আগামী দিনে বেশী বেশী ছেলে মেয়েরা যা’তে এই প্রশিক্ষণের মাধ্যমে সংস্থান খুঁজে পেতে পারে সেই ব্যবস্থা করাই এই সংস্থার একমাত্র উদ্দেশ্যই বলে জানা যায়।
নিউজ এক ঝলকে
প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান
97%

















