মোহনপুরে দুয়ারে সরকার পরিষেবা কেন্দ্রে মানুষের ঢল
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, কুন্তল সরকার ও শ্যামল করঃ দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে (বারাকপুর ২ সমষ্টি উন্নয়ন)। আজ ছিল ৭ম পর্যায়ের তৃতীয় দিন। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটি লাইনে ছিল অফুরন্ত মানুষের আনাগোনা প্রত্যেকে আসছে যার যার কাজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩৫ টি যে প্রকল্প সেই প্রকল্প গুলোকে নিয়েই মানুষের দুয়ারে সরকারে আসা। পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যাগণ এবং আধিকারিকরাও রয়েছেন এই কর্মের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে মানুষের পাশে। মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল কর সহ উপপ্রধান সব্যসাচী বিশ্বাস সচিব বিপ্লব কুমার বর্মন এবং অন্যান্য সকল আধিকারিকরাও ছিলেন এই দুয়ারের সরকারের কাজের সঙ্গে যুক্ত। পড়তে হবে মানুষ আসছে তাদের কাজ উদ্ধারের জন্য এবং সকলকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে সব রকম ফরম ফিলাপ করে তাদের কাজের সুবিধা গুলোকে করিয়ে দিচ্ছেন। সকল পঞ্চায়েতের সদস্য সদস্য সহ অন্যান্য সকলেই। মোহনপুর পঞ্চায়েতের সচিব বিপ্লব কুমার বর্মন জানান এই দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী, যতদিন চালাবেন ততদিন তাঁরা এই কাজে সব সময় শামিল থাকবেন মানুষের পাশে। কারো যদি কোন অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে তাঁরা সেই কাজ গুলোকে সম্পূর্ণ করে দিচ্ছেন কেহ যাতে বিফল হয়ে ফিরে না যান সে দিকে দৃষ্টি তাঁদের যথেষ্ট । মাননীয়া মুখ্যমন্ত্রীর এহেন যে সেবা মূলক দৃষ্টান্ত রেখেছেন তার জন্য বর্মন বাবু মুখ্যমন্ত্রীকে জানান শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা এবং আগামী দিনের মুখ্যমন্ত্রী চাইলিং এই পরিষেবার জন্য তাঁরা সব সময় তৈরি থাকবেন বলেও জানান।













