মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পাট্টা বিলির উদ্বোধন বর্ধমানে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান জেলা থেকে ভার্চুয়াল পাট্টা বিতরণের এক অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রের কঠোর সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডাবল ইজ্ঞিন সরকারে সবচেয়ে বেশী দুর্নীতি হয়েছে বলে উল্লেখও করলেন। জিএসটি আদায়কৃত পাওনা টাকার কিছু অংশ না দেওয়ার অভিযোগ তুললেন। পরিযায়ী শ্রমিকদের বিস্তারিত জানালেন। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে ৭ হাজার কৃষি, বন ও বাস্তু সহ পাট্টা বিতরণ হয়েছে বলে জানা যায়। আর উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত রবীন্দ্র ভবনে মোট ৮৫০ টি পাট্টা দেওয়া হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। উপস্থিত ছিলেন জেলার পদাধিকারী মন্ত্রী সহ সভাধিপতি নারায়ণ গোস্বামী ও জেলা শাসক শরদ কুমার দ্বিবেদ্বী। বারাসাত সদর মহকুমা শাসক সোমা দাস ও জেলার বিধায়কগণ সহ সভাপতিরা এই অনুষ্ঠানে হাজির থেকেছেন। জেলায় এই ভার্চুয়াল অনুষ্ঠানের শেষে দেগঙ্গা বিধায়ক রহিমা মণ্ডলের ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষিত হয়।

















